বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খোঁজ নিয়ে জানলেন তিনি বেঁচে নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বয়স হয়েছে ৮০ বছর। বয়সের চাপে কোনো কাজ করতে না পরায় সরকারের কাছ থেকে যে ভাতা পাওয়ার কথা ছিল সেটিও পাচ্ছিলেন না ওই বৃদ্ধ। পরে বাধ্য হয়ে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিতে যান তিনি। আর এতেই ওই বৃদ্ধের চোখ উঠল কপালে। সরকারি অফিসে গিয়ে নিজেই জানলেন, তিনি মৃত। আর এই পরিস্থিতিতে সরকারের খাতায় ‘মৃত’ ওই বৃদ্ধ এখন নিজেকে জীবিত প্রমাণ করতে মরিয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বুধবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের চোখে মৃত ওই বৃদ্ধের নাম গঙ্গা সিং। ৮০ বছর বয়সী এই ব্যক্তি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার মৈনপুরীর মাজরা জাফর এলাকার বাসিন্দা। সরকারের চোখে তিনি মৃত হলেও তা অবশ্য কেবলই ভুলবশত! তবে এই ভুলের খেসারত গুনতে হচ্ছে অশীতিপর এই বৃদ্ধকে। সরকারের চোখে মৃত হওয়ার কারণে বার্ধক্যভাতা পাচ্ছেন না। আর এই জীবিত ও মৃত এই দুই অবস্থার মাঝে পড়ে বাস্তবিক ভাবেই ‘মৃত্যুর প্রহর’ গুনছেন ভুক্তভোগী এই বৃদ্ধ। সংবাদমাধ্যম বলছে, গঙ্গা সিংয়ের গ্রামের সমবয়সীরা নিয়মমাফিক সরকারি বার্ধক্যভাতা পেলেও তিনি তা পাচ্ছিলেন না। আর ভাতা না পাওয়ার এই কারণ জানতেই গত ৩ জুলাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছিলেন গঙ্গা। কিন্তু সেখান থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, গঙ্গা সিং নামের ব্যক্তি মৃত। সরকারি রেকর্ড তেমনই বলছে। আর সে কারণেই বার্ধক্যভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। জীবিত ব্যক্তি নিজে অফিসে হাজির হয়ে শুনছেন তিনি মৃত! ওই সরকারি কর্মীর কথাটা শুনেই বিস্মিত হয়ে যান গঙ্গা। জলজ্যান্ত মানুষটি সামনে দাঁড়িয়ে, অথচ তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে! সরকারি কর্মীর ওই কথা শুনে জেলা জনকল্যাণ দপ্তরে ছুটে যান গঙ্গা। সেখানে পৌঁছে বিষয়টি জানান তিনি। বৃদ্ধ গঙ্গার কথা শুনে রেকর্ডবুক খতিয়ে দেখেন ওই দপ্তরের এক কর্মী। কিন্তু না, জনকল্যাণ দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হয়, গঙ্গা সিং মৃত। ইন্ডিয়া টুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন