২০২৪ অর্থবছরে জাপানে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। গাড়ির ল্যান্ডিং প্যাডের জন্য রাজধানী টোকিওর উচ্চ ভবনের ছাদগুলোকে বাছাই করা হয়েছে। নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও মেট্রোপলিটন সরকারের এ প্রকল্পে কাজ করছে আবাসন উন্নয়ন সংস্থা মিৎসুবিশি এস্টেট। এছাড়া জাপান এয়ারলাইনস ও কানেমাতসু যৌথভাবে এ প্রকল্পে কাজ করছে। টোকিওর মারুনাউচি জেলায় মিৎসুবিশি এস্টেটের ছাদগুলোকে সম্ভাব্য ল্যান্ডিং প্যাডের সাইট হিসেবে বাছাই করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটল) সম্পর্কে সংশ্লিষ্টদের উচ্চাকাক্সক্ষা রয়েছে। এর মাধ্যমে যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে। ইয়ানো রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ইভিটল উড়ন্ত গাড়ির বাজার ১২০ লাখ কোটি ইয়েনের (৯০ হাজার কোটি ডলার) কোটা অতিক্রম করবে। অপরদিকে, তাইওয়ানের উত্তেজনা, কভিড-১৯ এবং মুল্যস্ফীতিসহ ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় আগামী সপ্তাহে জাপানের মন্ত্রিসভায় রদবদল আসছে। শনিবার হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭ তম বার্ষিকীর স্মরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, চলমান সংকটের বিষয় বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটি নতুন পদ্ধতি গঠন শুরু করা প্রয়োজন। কিশিদার ক্ষমতাসীন জোটের অংশীদার ‘কোমেইতো পার্টি’র নেতা নাতসুও ইয়ামাগুচি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছে বুধবার মন্ত্রিসভা রদবদলের ঘোষণা করা হবে। তিনি বলেন, কিশিদা তার মন্ত্রিসভা পরিবর্তনের কোন বিশদ বিবরণ দেননি। তবে জাপানের স্থানীয় পত্রিকা ‘ডেইলি ইয়োমিউরি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশিকে রদবদল করবেন। কারণ সাম্প্রতিক সময় তাইওয়ান এবং চীনের উত্তেজনার কারণে প্রতিরক্ষা মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। শিনজো আবের মৃত্যুর দুই দিন পর জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে কিশিদার রক্ষণশীল জোট সরকার পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করার পর এই রদবদলের পরিকল্পনা হয়। ৬৩ বছর বয়সি আবের ছোট ভাই নোবুও কিশি ২০২০ সালের সেপ্টেম্বর থেকে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। শুক্রবার জিজি সংবাদ সংস্থা জানিয়েছে, অর্থমন্ত্রী শুনিচি সুজুকিকে বহাল রাখা হবে এবং শিল্পমন্ত্রী কোইচি হাগিউদাকে রাখা হতেও পারে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরও করতে পারে। নিক্কেই এশিয়া, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন