শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ স্থগিত করল চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ স্থগিত করেছে চীন। একই সঙ্গে বেশ কয়েকটি খাতে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বাতিলেরও ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পদক্ষেপের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোসহ আটটি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাতিল করেছে চীন। ন্যান্সি পেলোসি জাপান ত্যাগের পর এক বিবৃতি দিয়ে দ্বিপক্ষীয় সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক বাতিল করেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন