শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রথমবার চাঁদে মহাকাশযান পাঠাল দ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

প্রথমবারের মতো চাদে মহাকাশযান পাঠালো দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে এই ‘লুনার অরবিটার’টি উৎক্ষেপণ করা হয়। এটি এক বছর ধরে চাঁদকে পর্যবেক্ষণ করবে, সরাসরি ভিডিও সম্প্রচার করবে এবং মহাকাশ থেকে ডাটা পাঠানোর নতুন একটি নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করবে। তারা কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর ‘ডিনামাইট’ গানটি স্ট্রিম করে নেটওয়ার্ক পদ্ধতিটি পরীক্ষা করবে। ফ্রান্স ২৪-এর খবরে জানানো হয়েছে, ওই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে দানুরি। এই শব্দের অর্থ চাঁদ। একটি ফ্যালকন ৯ রকেটে করে ফ্লোরিডার কেইপ ক্যানাভেরাল থেকে এটিকে মহাকাশে পাঠানো হয়েছে। এটি ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির একটি রকেট। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এটি চাঁদে পৌঁছাবে।এ নিয়ে ‘কোরিয়া অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট’-এর প্রেসিডেন্ট স্যাং-রিউল বলেন, কোরিয়ার মহাকাশ অভিযানের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। দানুরি দিয়ে যাত্রা মাত্র শুরু হলো। আমরা আরেকটু চেষ্টা করলেই নিকট ভবিষ্যতেই মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারবো। এক বছর ধরে চলা মিশনে দানুরি নাসার দেয়ার একটি আধুনিক ক্যামেরা ব্যবহার করবে চাঁদের উপরিভাগ নিয়ে গবেষণা করার জন্য। পরবর্তীতে কোনো মিশনের জন্য অবতরনের সেরা স্থানটি খুঁজে বের করবে দানুরি। এটি চাঁদকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এক বছর ধরে। ফ্রান্স২৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন