শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের সমালোচনায় সরব আসিয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

সেনাশাসনাধীন মিয়ানমারের সংকট সমাধানের পরিকল্পনায় অগ্রগতির অভাব নিয়ে সমালোচনায় সরব হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। শুক্রবার আসিয়ানের একটি বিবৃতিতে মিয়ানমার পরিস্থিতি উঠে আসে। কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১০ দেশের এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বিবৃতি দেন। চলতি বছরের শেষ নাগাদ আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমারের জান্তা প্রশাসনকে সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা। গত মাসে মিয়ানমারের দুজন গণতন্ত্রপন্থীসহ চার বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে আসিয়ানভুক্ত কয়েকটি দেশে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। আসিয়ান মন্ত্রীরা এসব মৃত্যুদণ্ডের সমালোচনা করেন। এর ধারাবাহিকতায়ই যৌথ বিবৃতিতে মিয়ানমার প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, ‘সংকটের সীমিত অগ্রগতি এবং সমস্যা সমাধানে পাঁচ দফা ঐকমত্যের সময়োপযোগী ও সম্পূর্ণ বাস্তবায়নের বিষয়ে নেপিডো কর্তৃপক্ষের প্রতিশ্রুতির অভাব পরিলক্ষিত হওয়ায় দেশগুলো গভীরভাবে হতাশ।’ জোটের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২০ অনুযায়ী, জান্তা প্রশাসনের ‘অসহযোগিতার’ কারণে শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সাধারণত আসিয়ানের যেকোনো সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়। কিন্তু ওই অনুচ্ছেদ অনুযায়ী, এই মূলনীতি ছাড়াই ব্যবস্থা নেওয়া সম্ভব। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লিউইন নমপেনের এই বৈঠকে আমন্ত্রণ পাননি। গত ফেব্রুয়ারির পররাষ্ট্রমন্ত্রীদের সভায়ও নেপিডোর কেউ আমন্ত্রণ পাননি। এ ছাড়া জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজে গত বছরের শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেননি। চলতি সপ্তাহের শুরুতে মালয়েশিয়া নেপিডোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। আগামী শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার পরিস্থিতির কোনো অগ্রগতি না হলে দেশটির সদস্যপদ স্থগিত করা হতে পারে। মালয়েশিয়া ছাড়া আরো কয়েকটি দেশ জোট সদস্য মিয়ানমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে। গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ অং সান সু চির বেসামরিক সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন