শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যে কারণে বিজ্ঞাপনে নারী উপস্থিতি নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির কঠোর নীতিমালার অধীনে বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে ইরানের সংস্কৃতি ও ইসলামিক নির্দেশনা মন্ত্রণালয়। ঢিলেঢালা হিজাব পরে এক নারীর ম্যাগনাম আইসক্রিম খাওয়ার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরই এই নির্দেশনা জারি করা হয়। ম্যাগনাম আইসক্রিমের ওই বিজ্ঞাপনটিতে দেখা গেছে, এক ইরানি নারী একটি ফাঁকা জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। সবুজ একটি মাঠের গাড়ি দাঁড় করান তিনি। পাশের সিটে রাখা ছোট ফ্রিজার থেকে বের করেন আইসক্রিম। এরপর গাড়ি থেকে নেমে সবুজ ঘাসে বসে একটি আইসক্রিম খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করতে শুরু করেন। ওই বিজ্ঞাপনটি ইরানী ধর্মীয় নেতাদের ক্ষেপিয়ে তোলে। তারা ওই আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডমিনোর বিরুদ্ধে মামলা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেন। বিজ্ঞাপনটিকে ‘অশালীন’ ও ‘নারী মূল্যবোধের জন্য অপমানজনক’ উল্লেখ করেছেন কর্মকর্তারা। ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন