শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ৫.৪৪ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইন্দোনেশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির পরিসংখ্যান সংস্থা জানায়, রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তা ব্যয় অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল দেশটিতে। পাশাপাশি রফতানিও বেড়েছে দেশটির। খবর অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া। দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক শূন্য ১ শতাংশ। সে তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি আরো বেড়েছে। রয়টার্সের এক সমীক্ষায় এপ্রিল-জুন প্রান্তিকে ইন্দোনেশিয়ার জিডিপি ৫ দশমিক ১৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। পূর্বাভাস ছাড়িয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। নিক্কেই এশিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন