বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশ নিতে পারে: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:২৮ পিএম

সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশগ্রহণ করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলো শনিবার এ খবর দিয়েছে।

এরদোগান রাশিয়া সফরের পর তুর্কি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, তুরস্ক এসসিও-র সদস্যদেশসমূহ, পর্যবেক্ষক রাষ্ট্রসমূহ, ও সংলাপ-অংশীদারদের সাথে একত্রিত হওয়ার আশা রাখে। বিশেষ কোনো পরিস্থিতি না-থাকলে, তিনি নিজেই সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, তুরস্ক বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সংলাপ-অংশীদার। চলতি বছরের ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে এসসিও শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: গ্লোবাল টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন