ভারতের রাজস্থানে একটি মন্দিরে পদদলিত হয়ে তিনজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ভোরে মন্দিরে প্রবেশের জন্য অসংখ্য মানুষ বাইরে ভিড় করছিল। একপর্যায়ে মন্দিরের প্রবেশ মুখে প্রচণ্ড ভিড়ে পদদলিত হন তারা। নিহতদের তিনজনই নারী বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সিকারের পুলিশ এসপি কুনওয়ার রাষ্ট্রদীপ এনডিটিভিকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভিড় সামালানো হচ্ছে। এদিকে টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন