নামাজ পড়ছিল ৯ বছরের ফিলিস্তিনি শিশু লিন মাতার। এমন সময় ইসরাইলের রকেট হামলা শুরু হয়। বাঁচার আশা ছেড়েই দিয়েছিল শিশুটি। সম্প্রতি গাজায় ইসরাইলি অভিযান নিয়ে শিশুটি জানায়, আমি শেষবারের মতো নামাজ পড়ছিলাম। আর বাঁচতে পারব বলে মনে হয়নি ওই সময়। শেষ পর্যন্ত প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে। টানা কয়েক দিন সহিংসতার পর গাজায় অবশেষে যুদ্ধবিরতি চলছে ইসরাইল ও ফিলিস্তিনি বিদ্রোহীদের মধ্যে। এর আগে শুক্রবার ইসরাইলি বাহিনী হামলা চালালে উত্তেজনা শুরু হয়। অন্তত ৪৪ জন ফিলিস্তিনি মারা যায়; তাদের মধ্যে ১৫ জনই শিশু। শিশু লিন মাতার জানায়, ‹আমি দাদার বাড়িতে ছিলাম। হঠাৎ করেই ওপর থেকে আমাদের মাথার ওপর ইট-পাথরের টুকরা পড়তে থাকে। আমরা চিৎকার করতে থাকি। এক পর্যায়ে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। সূত্র : বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন