শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জেলেও সেলিব্রেটি অর্পিতা, বান্ধবীর খোঁজ নিলেন পার্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রাথমিক ধাক্কা সামলে কলকাতার আলিপুর মহিলা সংশোধনাগারে ভালোই আছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পশ্চিমবঙ্গের বরখাস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। সেলিব্রেটিকে কাছে পেয়ে তার ছোটখাটো কাজ করে দিচ্ছেন অন্য কয়েদিরা। জেল সূত্র জানিয়েছে, জেরার সময় না চেনার ভান করলেও এখন অর্পিতার খোঁজ-খবর নিয়েছেন পার্থ। জেল সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাত থেকে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিশেষ আদালতের নির্দেশে ১৪ দিনের জন্য জেল হেফাজতে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা। প্রথম দিকে জেলের পরিবেশ মানতে না পারলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন তিনি। সেলের ভেতর ২০ জন বন্দির সঙ্গে থাকছেন তিনি। তার সঙ্গে থাকা কয়েদিদের অনেকেই নাকি অর্পিতার সিনেমা দেখেছেন। ফলে সেলের ভেতরে কার্যত তিনি এখন সেলিব্রেটি। কেউ তার জামা-কাপড় পরিষ্কার করে দিচ্ছেন, কেউ আবার তার বিছানা করে দিচ্ছেন। আর এ কারণে এখন মানসিকভাবে অনেকটাই সুস্থ অর্পিতা। জেলে খাবার নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। প্রতিদিন নিরামিষ খাবার তার পছন্দ নয় বলে সোমবার তার আইনজীবীদের জানিয়েছেন। পার্থর মতোই আমিষ খাবার খেতে চেয়েছেন জেল কর্তৃপক্ষের কাছে। আবার বই পড়তেও চেয়েছেন তিনি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন