শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভেনিজুয়েলায় ইরান চীন ও রাশিয়ার যৌথ মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভেনিজুয়েলায় শনিবার থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’। আমেরিকার সাউথ কমান্ডের সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক একদিন পর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার ড্রোন ও স্নাইপার ফোর্স রাশিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করবে। আর এ মহড়া অনুষ্ঠিত হবে ‘আমেরিকার নির্জন উঠান’ হিসেবে পরিচিত ল্যাতিন আমেরিকার একটি দেশে। ইরান, চীন ও রাশিয়া ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত তিনটি বড় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় এই বিশাল সামরিক মহড়ায় ৩৭ দেশের ২৭০টি সেনাদল অংশ নেবে। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ভারত, কাজাকিস্তান ও উজবেকিস্তান। মহড়ায় অংশগ্রহণকারী বেশিরভাগ দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো নেই এবং এসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার। ইরান, চীন ও রাশিয়া ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত তিনটি বড় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এবার এসব দেশ মার্কিন ভূখণ্ডের দোড়গোড়ায় মহড়ায় অংশ নিতে যাচ্ছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন