রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, দোনেস্ক অঞ্চলে দুটি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর আগে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে জার্মানির সরবরাহ করা একটি জেপার্ড বিমান-বিধ্বংসী সিস্টেম ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা মিকলাইভ অঞ্চলে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান এবং খেরসন অঞ্চলে সাতটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। রাশিয়া বারবার আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করার জন্য হুঁশিয়ার করে আসছে। মস্কো বলছে, অস্ত্র সরবরাহ বন্ধ না হলে তারা অপ্রত্যাশিত পরিণতি ভোগ করবে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে আসছে। তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন