বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আর্জেন্টিনায় রেকর্ড মূল্যস্ফীতি সুদের হার ৬৯.৫ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আর্জেন্টিনায় সুদের হার বাড়িয়ে ৬৯.৫ শতাংশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে সবথেকে বেশি চাপে রয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। মূল্যস্ফীতি এখন গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সুদের হার বাড়িয়ে প্রায় ৭০ শতাংশ করা হলো। সিএনএন জানিয়েছে, দুই সপ্তাহ আগেই সুদের হার ৬০ শতাংশ করা হয়েছিল। এবার আরও ১০ শতাংশ বৃদ্ধি করা হলো। এ বছর আর্জেন্টিনায় মূল্যস্ফীতি হয়েছে মোট ৭১ শতাংশ। এই পরিস্থিতিতে পদত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী। তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন চলছিল। নতুন অর্থমন্ত্রী এসেই সুদের হারে পরিবর্তন আনলেন। মেক্সিকোতেও কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে ৮.৫ শতাংশ করেছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর এটিই এ সরকারের সময়ে সর্বোচ্চ সুদের হার। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, সুদের হার বৃদ্ধি করায় মূল্যস্ফীতি ঠেকানো যাবে এবং মুদ্রার মান স্থির রাখা যাবে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন