শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন মাইলফলকে চীন-রাশিয়া বাণিজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এ বছরই ২০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে রাশিয়া ও চীনের মধ্যেকার বাণিজ্য। মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই এ তথ্য দিয়েছেন। ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি কিছুটা চাপে রয়েছে। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞাও ভোগাচ্ছে দেশটিকে। তবে এরমধ্যেও চীনের সাথে রাশিয়ার বাণিজ্য ক্রমশ বেড়ে চলেছে। যা এই বছর ২০০ বিলিয়ন ছাড়াতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া-চীন বাণিজ্য দারুণ ফলাফল দেখিয়েছে এবং এটি স্থিতিশীলভাবে বাড়ছে। মহামারি এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার পরও এই বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এ বছরের প্রথম ৭ মাসে মস্কো-বেইজিং বাণিজ্য গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি হয়েছে। এর পরিমাণ ছিল প্রায় ৯৮ বিলিয়ন ডলার। আরআইএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন