শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ার দিকে যাচ্ছে জাহাজটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে প্রথম যে জাহাজটি লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি শেষ পর্যন্ত সিরিয়ার তারতুস বন্দরের দিকে যাচ্ছে। লেবাননের ক্রেতা ইউক্রেন থেকে পাঠানো এই খাদ্যশস্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে জাহাজটি তার গন্তব্য পরিবর্তন করে এখন সিরিয়ার তারতুস বন্দরের অভিমুখে রওয়ানা করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জন্য ইউক্রেন থেকে বহির্বিশ্বে খাদ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল। কিন্তু গত মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তির অধীনে ইউক্রেন সর্বপ্রথম খাদ্যশস্যবাহী জাহাজ লেবাননে পাঠিয়েছিল। সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি গত এক আগস্ট ইউক্রেনের ওডেসা সমুদ্রবন্দর থেকে ২৬ হাজার টন খাদ্যশস্য নিয়ে লেবাননের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কিন্তু পথে অনাকাক্সিক্ষতভাবে বেশি দেরি করার কারণে লেবাননের ক্রেতা খাদ্যশস্যের গুণগতমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাহাজের খাদ্যশাসক গ্রহণে অস্বীকৃতি জানান। লেবাননের অবস্থিত ইউক্রেনের দূতাবাস সোমবার জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে জাহাজের খাদ্যশস্য অন্য কোথাও খালাসের চিন্তা করা হচ্ছে। শেষ পর্যন্ত জাহাজটি সিরিয়ার তারতুস বন্দরের দিকে যাচ্ছে। রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, জাহাজটি সর্বশেষ সিরিয়ার তারতুস বন্দর এবং সাইপ্রাসের মধ্যবর্তী অবস্থানে ছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন