শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে পাকিস্তান ও সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সউদী প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সোমবার জিও নিউজ এ খবর জানিয়েছে। এক বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী শেহবাজ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ এবং সবক্ষেত্রে তা বাড়ানোর উপায় নিয়ে যুবরাজ সালমানের সাথে আলোচনা করেন। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান এবং সউদী আরব বিনিয়োগ, জ্বালানি এবং বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। দুই নেতাই সউদী আরব এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করেছেন। দ্য নিউজ জানিয়েছে, একদিন আগে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সউদী যুবরাজ বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। জিও নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন