শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্শাল দ্বীপপুঞ্জে স্থানীয়ভাবে ছড়াচ্ছে করোনার সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপপুঞ্জে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। রাজধানী মাজরুতে সংক্রমণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দ্বীপপুঞ্জটির জনসংখ্যার দশজনের মধ্যে একজন সংক্রমিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার স্বাস্থ্যমন্ত্রী জ্যাক নিডেলথাল বলেন, দেশজুড়ে ৭৫ শতাংশ মানুষের কোভিড পরীক্ষা ফলাফল পজেটিজ এসেছে। মহামারির শুরুর দিকে করোনার সংক্রমণ ঠেকাতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে কঠোর বিধিনিষেধ আরোপে বেশ সাফল্য পায়। মার্শাল দ্বীপপুঞ্জে জনসংখ্যা ৫৯ হাজারের বেশি। ২০২০ সালের অক্টোবরে এখানে দুটি কেস শনাক্ত হয়। সেসময় যুক্তরাষ্ট্র থেকে সংক্রমণ নিয়ে কেউ এসেছিল এবং অন্যদের থেকে আলাদা করে রাখা হয় তাকে। এবার এক সপ্তাহ আগেও দ্বীপপুঞ্জটিতে কোনও গোষ্ঠীর মধ্যে সংক্রমণ দেখা যায়নি। কেউ শনাক্ত হননি কোভিডে। কিন্তু সোমবার প্রথমবার স্থানীয়ভাবে বিস্তার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশে ‘স্বাস্থ্য বিপর্যয়ের অবস্থা’ ঘোষণা করে, স্কুল বন্ধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। সোমবার নিডেনথাল জানিয়েছেন, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে সহায়তা আসবে বলে জানিয়েছেন তিনি। বিবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন