শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আর্মি-২০২২ ফোরামে স্ব-চালিত সামরিক ট্রাকের প্রোটোটাইপ উপস্থাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৯:০১ পিএম

রাশিয়ার আর্মি-২০২২ ফোরামে গতকাল প্রথম স্ব-চালিত সামরিক ট্রাক ইউরালের প্রোটোটাইপ উপস্থাপন করা হয়েছে।

গাড়িটি ৪ গণিতক ৪ হুইল কনফিগারেশনসহ ইউরাল-৪৩২০৬৭-৭৩ চ্যাসিসে তৈরি করা হয়েছে। স্ব-চালিত ট্রাকটি ৫ টন পর্যন্ত ওজনসহ পণ্য বহন করতে পারে। গাড়িটি ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে এবং ৭০-সেমি ফোর্ডসহ বিভিন্ন বাধা অতিক্রম করতে পারে।

ইউরাল ট্র্যাক দূরবর্তীভাবে বা একটি স্বায়ত্তশাসিত মোডে নিয়ন্ত্রণ করা যেতে পারে। নতুন সামরিক ট্রাকে একটি ২৪০ এইচপি স্ট্রেইট-ফোর ইঞ্জিন, এবিএসসহ স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং বায়ুসংক্রান্ত ব্রেকিং সিস্টেম লাগানো হয়েছে।

লোড অবস্থায় স্ব-চালিত গাড়ির ওজন ৬.৪ টনের বেশি। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন