শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৫৪ দিন অনশন, আকস্মিক মৃত্যু ঝুঁকিতে খলিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক থাকার প্রতিবাদে, ১৫৪ দিন অনশনে থাকা ফিলিস্তিনি বন্দীর মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরাইলের একটি সামরিক আদালত। ফিলিস্তিনি বন্দী খলিল আওয়াদেহের আইনজীবী এই তথ্য জানিয়েছেন। ইসরাইল জানিয়েছে, চার সন্তানের জনক খলিল আওয়াদেহ (৪০) একজন জঙ্গি। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তার পরিবার জানিয়েছে, অনশনের শুরুর পর থেকো কোনো খাবার খাননি তিনি। এর মধ্যে শুধু ১০ দিন ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে অনশনে থাকার কারণে তার শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে। প্যালেসটাইন নিউজ অ্যান্ড ইনফো এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ