ডিপিআরের উপ-তথ্যমন্ত্রী ড্যানিল বেজসোনভ বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী এবং ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর বাহিনী এই অঞ্চলে অগ্রসর হওয়ার কারণে উগলেদার শহরের কাছে অবস্থানরত ইউক্রেনীয় সৈন্যরা বিপুল জনবলের ক্ষতির সম্মুখীন হচ্ছে।
‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বিপুল জনবলের ক্ষতির সম্মুখীন হচ্ছে,’ তিনি টেলিগ্রামে লিখেছেন। এর আগে ডোনেৎস্ক নেতা ডেনিস পুশিলিন গত ১৩ জুলাই বলেছিলেন যে, ডিপিআর সেনারা উগলেদার সহ চার দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে, রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার মস্কোয় এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউক্রেনে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তিনি বলেন, রাশিয়া প্রধানত [শত্রুপক্ষের] সম্ভাব্য পরমাণু হামলা প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে। সূত্র: তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন