শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাবুলে মসজিদে হামলায় ইমামসহ নিহত অন্তত ২১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

আফগানিস্তানের কাবুলের একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির পুলিশ। বেসরকারি সংস্থা ইমারর্জেন্সি জানিয়েছে, গত সন্ধ্যায় নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু ও আরও অনেকের আহত হবার খবর পাওয়া গেছে।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম বলছে, ওই মসজিদের ইমামও নিহতদের মধ্যে রয়েছেন। তালেবানপন্থী একজন সুপরিচিত ধর্মীয় নেতার হত্যাকান্ডের এক সপ্তাহের মধ্যে হলেও এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। শেখ রহিমুল্লাহ হাক্কানি সপ্তাহ খানেক আগেই আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন এবং এই হামলার দায় স্বীকার করেছিলো কথিত ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী। এবার মসজিদে বিস্ফোরণের পরপরই কাবুলের উত্তরের এই মসজিদ এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতালি-ভিত্তিক এনজিও ইমারজেন্সি তখন তিনজনের মৃত্যুর খবর দিয়েছিলো। সংস্থাটি কাবুলে তাদের কার্যক্রম পরিচালনা করে। পরে এক টুইট বার্তায় আরো সাতাশ জন আহত হবার তথ্য দেয়, যার মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

তালেবানের একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৩৫ জন হয়তো আহত বা নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে। তালেবান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এর একজন মুখপাত্র। বিবিসির চীফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিজ ডুসেট লিখেছেন যে, মসজিদটিতে ঘটনার সময় অনেক মানুষ ছিল। সূত্র : বিবিসি নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন