শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্যালিফোর্নিয়ায় ২ প্লেনের সংঘর্ষ পাইলটসহ নিহত সবাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি বিমানবন্দরের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিলে শহরের ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। ওয়াটসনভিলে মূলত একটি কৃষিভিত্তিক শহর। ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর স্যান জোসে থেকে ওয়াটসনভিলের দূরত্ব মাত্র ৫০ মাইল। এই শহরটির বিমানবন্দরের আকাশেই সংঘর্ষ হয়েছে বিমান দু’টির। ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দু’টি যথাক্রমে সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৫২ ও টুইন ইঞ্জিন সেসনা ৩৪০ মডেলের। এই ধরনের বিমানগুলো ছোটো হয় এবং পাইলটসহ আসন থাকে বড়জোর ৪ থেকে ৬টি। কর্মকর্তারা জানান, দু’টি বিমানে মোট তিনজন ছিলেন। সেসনা ১৫২ বিমানটিতে ছিলেন ১ জন এবং সেসনা ৩৪০ মডেলের বিমানটিতে ছিলেন ২ জন। যে মাত্রার দুর্ঘটনা ঘটেছে, তাতে তাদের কারোরই বেঁচে থাকার আশা নেই বলে মনে করছেন বিমানবন্দরের একাধিক কর্মকর্তা। তবে বিমান দু’টি যেখানে ভূপাতিত হয়েছে, সেখানে ও তার আশে পাশে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সূত্র : এবিসি, ইউএসএ টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন