শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমাদের পরিবারে হামলা হলে কারো পরিবারই রক্ষা পাবে না

কাশ্মীরের নতুন মুজাহিদ কমান্ডার রশিদ ভাটের হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুরহান ওয়ানির পর এবার জাকির রশিদ ভাট ওরফে মুসা হিজবুল মুজাহিদীনের নতুন কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেছেন। বুরহান ওয়ানির উত্তরসূরি তরুণ এই স্বাধীনতাকামী জম্মু ও কাশ্মীর পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিটি অলি-গলিতে পুলিশের লাশ পড়ে থাকবে। আমাদের পরিবারের ওপরে হামলা হলে তোমাদের পরিবারকেও ছাড়া হবে না। কন্যাকুমারীতে লুকিয়ে থাকলেও হামলাকারীকে আমাদের খুঁজে বের করার ক্ষমতা রয়েছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে জম্মু ও কাশ্মীর পুলিশের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করে মুসা। এর আগে অন্য একটি ভিডিও প্রকাশ করে কাশ্মীরের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ডাক দেন তিনি। যতদিন না আজাদি হাসিল হয় ততদিন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনেরও ডাক দিয়েছিল মুসা। পুলওয়ামার এই ইঞ্জিনিয়ার তরুণ চন্ডিগড় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে ২০১৩ সালে। তার পর হিজবুল মুজাহিদীনে যোগ দেয়। এখন সে বুরবান ওয়ানির স্থলাভিষিক্ত হয়েছে। মুসা ওই ভিডিওটিতে কাশ্মীর পুলিশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লড়াইটা ছিল তোমাদের সঙ্গে আমাদের। কিন্তু তোমরা আমাদের পরিবারের ওপরে হামলা করছ। এর ফল হবে মারাত্মক। আমাদের পরিবারের ওপরে হামলা করে ভয়ঙ্কর ভুল করেছ তোমরা। এটাই শেষ ভুল মনে করে মাফ করছি। তোমরা যদি আমাদের পরিবারের ওপরে ফের হামলা কর তাহলে আমরাও তোমাদের পরিবারকে ছাড়ব না।  তোমরা ভাবছ, আমাদের পরিবার তো জম্মুতে রয়েছে। মনে রেখ, তোমাদের পরিবার যদি কন্যাকুমারীতেও থাকে সেখানে গিয়েও আমরা হামলা চালাতে পারি। এরপর এই রকম ভুল করার আগে হাজারবার ভেবো। এরকম ভুল ফের করলে কাশ্মীরের প্রতিটি গলিতে পুলিশের লাশ পড়ে থাকবে। ইন্ডিয়া.কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন