আফ্রিকার দেশ ক্যামেরুনের বামেন্ডা একটি সমৃদ্ধ শহর ছিল। সেখানে ইংরেজি-ভাষী বিচ্ছিন্নতাবাদী এবং প্রধানত ফরাসি-ভাষী সরকারের মধ্যে পাঁচ বছরের যুদ্ধে সব তছনছ হয়ে গেছে। বামেন্ডায় কেবল কফিন ব্যবসা চলছে। পুরো শহরজুড়েই নিয়মিতভাবে লাশ ফেলা হয়- মর্গে, রাস্তায় এবং নদীতে। সরকারি কর্মীরা লাশ উদ্ধার করে কোনো মতে সৎকার করে। সস্তায় ১০টি কফিন নিতে যাওয়া একজন কর্মী (যিনি কবর খননের কাজ করেন) জানান, পরিবার এবং বন্ধুদের দ্বারা কবর দেওয়া একটি আশীর্বাদ। একসময়ের জনপ্রিয় ডিজাইনের কফিনগুলোর চাহিদা কমে গেছে। অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্নকারী একজন কর্মী জানান, যে কফিনগুলো দেড় হাজার মার্কিন ডলারের, সেসব কেউ কিনতে পারে না; এখন অল্প দামের কফিন কিনে দায় পার করছে মৃতের স্বজনরা। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন