শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কোভিডে আত্মহত্যা বেড়েছে জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কোভিড-১৯ মহামারীর মধ্যে জাপানে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত দেশটিতে কোভিডজনিত আত্মহত্যার সংখ্যা আট হাজারেরও বেশি। সংখ্যা বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ২০ বছরের কম বয়সী নারীরা। খবর জাপান টাইমস। কোভিডজনিত কারণে ১৯ বছর বয়সী বা তার তুলনায় কম বয়সী নারী আত্মহত্যা করেছেন অনেক বেশি। ইউনিভার্সিটি অব টোকিওর সহযোগী অধ্যাপক তাইসুকে নাকাতাসহ আরো কয়েকজন মিলে এ গবেষণা পরিচালনা করেন। নাকাতা বলেন, পুরুষদের তুলনায় নারীদের অনিয়মিত চাকরি থাকার প্রবণতা বেশি। এ সময়ে অর্থনৈতিকভাবে বেশি প্রভাবিত হয়েছেন নারীরা। আচরণগত নিষেধাজ্ঞার কারণে তরুণরা আরো বেশি বাধ্য হয়েছেন আইসোলেশনে যেতে। তার এমন বক্তব্য ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক সংকট জাপানের আত্মহত্যার প্রবণতা বাড়ানোর পেছনে বড় কারণ। সরকারি তথ্য বলছে, ২০২০ ও ২০২১ সালে মোট আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছিল ২১ হাজারে, যেটা আগের দুই বছরে ছিল ২০ হাজার। তবে এতে মহামারীর প্রভাব ঠিক পরিষ্কার বোঝা যায়নি। জাপানে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিকে আত্মহত্যার মূল চালক হিসেবে বিবেচনা করা হয়, যখন বেকারত্বের হার বাড়ে তখনই মৃত্যুহার বেড়ে যায়। গবেষক দল কর্মসংস্থানের বিভিন্ন প্রবণতার ওঠানামার ওপর ভিত্তি করে মৃত্যুহারের ওঠানামার বিষয়টির সঙ্গে বর্তমানের মৃত্যুর সঠিক সংখ্যার তুলনা করেছেন। ফল হিসেবে দেখা যাচ্ছে, মোটের ওপর সংখ্যাটা ৮ হাজার ৮৮ জন বেড়েছে। বয়সের ভিত্তিতে বলা যায়, ২০ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। জাপান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন