শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৯:৫৫ এএম

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল। সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ৪টা ৩৬ মিনিটে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল। যা প্রায় এক মিনিট স্থায়ী হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কম্পনটির মাত্রা ছিল ৫.৫।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় এক মিনিট স্থায়ী কম্পনে বহু লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি।

বালি দ্বীপ ছাড়াও প্রতিবেশী লম্বক অঞ্চলেও কম্পনের খবর জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন