শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সেভাস্তোপলের কাছে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৫:৫৫ পিএম | আপডেট : ৬:২২ পিএম, ২৪ আগস্ট, ২০২২

সমুদ্রে নিয়োজিত রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেভাস্তোপলের কাছে একটি মনুষ্যবিহীন বিমান বিধ্বস্ত করেছে। গত মঙ্গলবার শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ এ তথ্য জানিয়েছেন।

‘সমুদ্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। শত্রু পক্ষের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে,’ রাজভোজায়েভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়া এবং সেভাস্তোপলে বেশ কয়েকবার হামলা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত শহরটিতে সন্ত্রাসীদের হুমকির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট সদর দফতরে একটি ড্রোন হামলা চালানো হয়। তবে কেনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন