রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

টানেলের পরিস্থিতি ছিল ভয়াবহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

ইংল্যান্ড আর ফ্রান্সকে সংযুক্তকারী ইংলিশ চ্যানেলের টানেলে ক্যালাইস থেকে ফোকস্টোনের পথে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন যাত্রীরা। বিবিসি জানিয়েছে, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, ইউরোটানেল লে শাটলের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ইমার্জেন্সি সার্ভিস টানেল দিয়ে আরেকটি ট্রেনে করে তাদের কেন্টের ফোকস্টোন ট্যানেলের প্রান্তে নিয়ে যাওয়া হয়। লে শাটল পরে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় ৩৭ বছর বয়সী সারাহ ফেলোস বলেন, সেখানকার পরিস্থিতি ছিল ভয়াবহ। তিনি আরো বলেন, এটা ছিল বিপর্যয়কর চলচ্চিত্রের মতো। কী ঘটছে তা না জেনেই আপনি যেন অতল গহ্বরের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা সবাই গভীর সমুদ্রের তলায় ছিলাম। সারাহ আরো বলেন, টানেলের মধ্যে এক নারী কান্নাকাটি করছিলেন এবং আরেকজন নারীর প্যানিক অ্যাটাক হয়েছিল। ওই নারী একাই সফর করছিলেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন