বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মার্কিন বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা থেকে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য এ ধরনের হামলা চালানো হয়েছে। হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না সে ব্যাপারে মার্কিন বাহিনীর বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। মঙ্গলবার মার্কিন বাহিনীর এই হামলার কিছুদিন আগেই সিরিয়ায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল। এতে সিরিয়ার তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হন। ওই হামলার নিন্দা জানায় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরীয় ভূখণ্ডে ইসরাইলের বিপজ্জনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এমন সময়ে তিনি এই মন্তব্য করেন যখন এক সময় উষ্ণ থাকা রুশ-ইসরাইল সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মঙ্গলবার মার্কিন বাহিনীর চালানো হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে রাশিয়ার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন