মুদ্রাস্ফীতি এবং জ্বালানী দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের ছয়-ভাগের-এক-ভাগ পরিবার সময় মত বিদ্যুৎ ও জ্বালানী বিল দিতে পারে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় জ্বালানী সহায়তা নির্বাহী কমিশন প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। এটি দেশটির ইতিহাসে কমিশনের রেকর্ড করা সবচেয়ে গুরুতর সংকট।
জানা গেছে, মার্কিন পরিবারগুলোর বকেয়া জ্বালানী বিল এখন ১৬ বিলিয়ন মার্কিন ডলার। যা দুই বছরের এক গুণ বেশি।
পরিসংখ্যান থেকে আরও জনা গেছে, জ্বালানী দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারের জ্বালানী ব্যবহারের বিল ২০১৯ সালের ২,৫১১ মার্কিন ডলার থেকে বেড়ে ২০২১ সালে ৩,৩৯৯ মার্কিন ডলারে দাঁড়ায়। এ বছর তা ৩,৯৫৭ ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। সূত্র: এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন