মাত্র ১৭ বছর বয়সে একা প্লেন চালিয়ে বিশ্ব ঘুরে গিনেস রেকর্ড করেছে বেলজিয়ান-ব্রিটিশ কিশোর ম্যাক রাদারফোর্ড। গত বুধবার সে বুলগেরিয়ায় প্লেন নিয়ে অবতরণ করে। চলতি বছরের ২৩ মার্চ সেখান থেকেই শুরু হয়েছিল বিশ্বভ্রমণ। এরপর পাঁচ মহাদেশের ৫২টি দেশে ঘুরে বেরিয়েছে ম্যাক। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দুটো রেকর্ড করেছে ম্যাক। একটি হলো সবচেয়ে কম বয়সে একা প্লেন চালিয়ে বিশ্ব ঘোরার রেকর্ড। অন্যটি খুবই হালকা প্লেন নিয়ে ঘোরার রেকর্ড। আগে এই রেকর্ডের মালিক ছিলেন ম্যাকের বোন জারা। তিনি ১৯ বছর বয়সে ওই রেকর্ড করেন। আর বয়সের রেকর্ডটি ছিল আরেক ব্রিটিশ তরুণ ট্র্যাভিস লুডলোর। গত বছর ১৮ বছর বয়সে তিনি রেকর্ডটি করেছিলেন। ম্যাক বলে, ‘এই সফরের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে চাইলে তরুণরা পার্থক্য গড়তে পারে। বিশেষ কিছু করার জন্য আপনাকে ১৮ বছর হতে হবে না। শুধু আপনার স্বপ্নগুলো অনুসরণ করতে হবে। তাহলেই সেগুলো সত্যি হবে।’
মন্তব্য করুন