বিচার ব্যবস্থা একপাক্ষিক নয়, নিরপেক্ষ হতে হবে। সঠিক বিচার পেতেই মানুষ আদালতের দ্বারস্থ হয়। গত বৃহস্পতিবার কলকাতায় নব সচিবলয়ের ব্লক বি’র একতলা থেকে ১০তলা কলকাতা হাইকোর্টের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। এটি মামলাকে বিপথে পরিচালিত করে। বিচার ব্যবস্থা তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এগোয়। কিন্তু সেসব পেশ হওয়ার আগেই কিছু বলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে তার সঙ্গে বাস্তবের কোনো সঙ্গতি থাকছে না। এতে রাজ্যের বদনাম হচ্ছে। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা খবর দেখান। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও বলতে পারেন। কিন্তু মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। এতে ক্ষতি হয়ে যাচ্ছে। এসময় বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি চান, আরও বেশি সংখ্যায় নারী বিচারপতি নিয়োগ হোক। এদিন স্ট্র্যান্ড রোডের নব মহাকরণ ভবনের একাংশ কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করেছে রাজ্য সরকার। নগর দায়রা আদালতের একাংশ সেখানে স্থানান্তরিত হয়েছে। আর আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন দপ্তর ও লেবার ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন