শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘সমস্যা এড়িয়ে বিজেপি মানুষকে হালাল, হিজাবে টেনে নিচ্ছে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

তেলেঙ্গানার আইটি মন্ত্রী কেটি রামা রাও (কেটিআর) গতকাল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করে বলেন, তাদের উদ্দেশ্য হল জিডিপি (গ্যাস, ডিজেল এবং পেট্রোল) বৃদ্ধির মতো তীব্র সমস্যা থেকে জনগণের মনোযোগ সরিয়ে হালাল, হিজাব এবং মুনাওয়ার ফারুকীর দিকে টেনে নেওয়া। চাকরি প্রত্যাশীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষা সামগ্রী চালুর উদ্দেশ্যে বিআর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটির (বিআরএওইউ) প্রস্তুতকৃত একটি ইভেন্টে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আমি এই সমস্যা বুঝতে পারছি না। ঈশ্বর কি আমাদেরকে তার নামে নিজেদের মধ্যে যুদ্ধ করতে বলেছেন? কৃষ্ণ, রাম, যীশু বা আল্লাহ কি আমাদের এটা করতে বলেছেন? তিনি কি কোনো প্রতিযোগিতা স্থাপন করার কথা বলেছেন যেখানে আমরা ‘কে মহান ঈশ্বর’ এই নিয়ে লড়াই করি? এদেশে এমন অনেক মানুষ আছে যাদের খাবার পানি নেই। ভারতের গ্রামের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সম্প্রতি বিদ্যুৎ পেয়েছেন। কেউ এই বিষয়ে কাজ করতে চায় না’। কেটিআর একই সাথে আরো বলেন, ‘একই পরিস্থিতিতে ভারতের সাথে যাত্রা শুরু করা চীন ১৬ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক আকারে পৌঁছেছে, কিন্তু ভারত এখনো ৩.১ ট্রিলিয়ন ডলারে রয়ে গেছে, যা আমাদের জন্য লজ্জার। তেলেঙ্গানা রাজ্য তার জনগণের উন্নতির জন্য কাজ করছেন এবং ‘যার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ’ এর মতো ‘মুখ্য জিনিস’ থেকে দূরে সরে যাচ্ছে’। নবী মুহাম্মদ (স.)-এর বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য করার পরে পিডি অ্যাক্টের অধীনে গোশামহাল থেকে স্থগিত বিজেপি বিধায়ক টি রাজা সিং-এর সাম্প্রতিক গ্রেফতারের কারণে এসব মন্তব্য তাৎপর্য অর্জন করে যার পরেই হায়দ্রাবাদ শহরে বিক্ষোভ শুরু হয়। সিয়াসত ডেইলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন