শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এক পায়ে দাঁড়িয়ে স্বামী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দাম্পত্য কলহ, ঝগড়া কম বেশি পৃথিবীর প্রায় সমস্ত দম্পতির মধ্যে হয়ে থাকে। এই দাম্পত্য কলহের জেরেই সংবাদ শিরোনামে উঠলেন ভারতের উত্তরপ্রদেশের এক দম্পতি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিজের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাম প্রভেশ। তার মতে, তার স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে রাম ৬০ ফুট উঁচু তালগাছে নিজের আস্তানা গেঁড়েছেন। রাম প্রবেশের এই ঘটনা ব্যাপকভাবে দেশটি আলোচিত হচ্ছে। দাম্পত্যে অশান্তি ঘরে ঘরে চললেও, স্ত্রীয়ের ভয়ে ঘর ছেড়ে গাছবাসী হয়ে যাওয়ার ঘটনা একেবারে অভিনব। খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রামপ্রবেশ প্রায় এক মাস ধরে স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে তালগাছে বাসা বেধেছেন। নিজেকে নিপীড়িত স্বামী বলে দাবি করেছেন রামপ্রবেশ। তার অভিযোগ, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন। জানা যায়, শুধু মল-মূত্র ত্যাগ ও খাদ্য সংগ্রহের মতো বিষয়েই গাছ থেকে নিচে নামেন তিনি। গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইঁট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন