প্রশ্নের বিবরণ : আমি একটি আলীয়া মাদ্রাসায় শিক্ষিকা হিসাবে আছি। ক্লাস করানোর পাশাপাশি জোহরের নামাজের তদারকি আমার দায়িত্বে। ছাত্রীদের জন্য মাদরাসায় জোহরের নামাজ পড়া বাধ্যতামূলক। একটি রুমে সকল ছাত্রীরা পর্যায়ক্রমে নামাজ আদায় করে। ওখানকার অনেক ছাত্রীই হিজাব নেকাব এবং হাত মোজা ও পা মোজাসহ নামাজ আদায় করে। প্রশ্ন হলো, হাত পা এবং মুখ ঢেকে তাদের নামাজ হবে কি না?
উত্তর : নামাজ হবে। কারণ, নামাজের সময় মহিলাদের হাত পায়ের তালু ও চেহারা ঢাকা নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। এছাড়া বাকী শরীর ঢেকে নেওয়া নামাজের জন্য জরুরী। আপনার প্রশ্নে সারা শরীর এমন কি হাত পায়ের তালু মোজা দিয়ে আবৃত এবং চেহারায় পর্দা থাকা অবস্থায়ও নামাজ হবে। অবশ্য পর্দাসহকারে নিজগৃহে বা মহিলা নামাজকক্ষে হাত পায়ের তালু ও চেহারা খুলেও নামাজ পড়া যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন