শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ায় ভবন ধসে ৪ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ায় গ্যাস পাইপলাইনে এক শক্তিশালী বিস্ফোরণে একটি পাঁচতলা আবাসিক ভবনের একটি ব্লক ধসে পড়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। এছাড়া ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোররাতে ইয়ারোস্লাভ শহরে অবস্থিত চার ব্লকের ওই আবাসিক ভবনের একটি ব্লক ধসে পড়ে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। রুশ জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ভবনটির একটি ব্লকের পুরোটাই ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে এখন পর্যন্ত এক শিশুসহ তিনজন আটকা পড়ার খবর পাওয়া গেছে। তবে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ধসে পড়া ব্লকটির চতুর্থ তলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধারকারীরা এ পর্যন্ত চারজনকে উদ্ধার করতে পেরেছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন