বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে দিলীপের সভায় নারীর কোমরে দড়ি, মারধর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি দিলীপ ঘোষের সভায় একজন নারীকে কোমরে দড়ি বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দলের নারী কর্মীদের বিরুদ্ধে। রেলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তুলে শেফালি রায় নামে ওই নারীকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজারের একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। যদিও মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পুরো ঘটনা ঘটেছে হলের বাইরে। তিনি ছিলেন ভিতরে। এ ঘটনায় বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল দিলীপকে। সেই অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা সদস্যরা। মালদা থেকে গিয়েছিলেন শেফালি। তাকে ওই অনুষ্ঠানে দেখেই কয়েকজন নারী টেনে হিঁচড়ে বাইরে বের করে আনেন। এক ভিডিওতে দেখা যায়, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে শেফালিকে। তাকে যারা মারধর করেছেন, তাদের বক্তব্য- চাকরির নামে টাকা নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারিত এক জনের দাবি, আমরা শেফালি রায়কে রেলের চাকরির জন্য টাকা দিয়েছিলাম। সেই চাকরি তো হলোই না। উল্টো তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো সহযোগিতা করেননি শেফালি। তাকে এই অনুষ্ঠানে দেখতে পেয়ে অনেকেই ক্ষোভ চেপে রাখতে পারেননি। জিনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন