বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অসুস্থ বৃদ্ধাকে নাচতে বাধ্য করার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বয়স ৭০ বছরের বেশি। অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। তবে চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও সেখানে তাকে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে এক সমাজকর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম কমলা পূজারি। সম্প্রতি কিডনি রোগের চিকিৎসার জন্য ওড়িশার কটকের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৭১ বছর বয়সী কমলা পূজারি একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। এদিকে পদ্মশ্রীপ্রাপ্ত কমলার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও বার্তাসংস্থা পিটিআই ওই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে অভিযুক্ত সমাজকর্মী মমতা বেহরাকেও কমলার সঙ্গে নাচ করতে দেখা গেছে। এরপরই ওড়িশার পারাজা আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ওই সমাজকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী কমলা পূজারি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনোই নাচ করতে চাইনি, কিন্তু আমাকে নাচ করতে বাধ্য করা হয়েছে। আমি অসুস্থ ছিলাম, নাচ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ‘পারাজা সমাজ’-এর সভাপতি হরিশ মুদুলি সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্য সরকার যদি ওই সমাজকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তবে তারা রাস্তায় নামবেন। ২০১৯ সালে জৈব চাষ ধানসহ বিভিন্ন ফসলের ১০০টিরও বেশি জাতের দেশী বীজ সংরক্ষণের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কমলা পূজারি। পিটিআই, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন