শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডুবন্ত টাইটানিকের নতুন ভিডিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিখ্যাত টাইটানিক জাহাজের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। উচ্চ রেজ্যুলেশনসম্পন্ন এ ভিডিওতে এমন কিছু বিষয় ধরা পড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ১৯১২ সালে ইংল্যান্ড থেকে নিউইয়র্কে যাওয়ার পথে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক নামের জাহাজটি। এতে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারান। গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, টাইটানিকের নতুন যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটিতে দেখা গেছে জাহাজটির ২০০ পাউন্ড ওজনের নোঙরের চেইন, বিশালাকার নোঙর এবং একটি বয়লার। যেটি জাহাজটি দুই ভাগ হয়ে যাওয়ার পর সমুদ্রের তলে চলে যায়। নতুন ভিডিওটি ধারণ করেছে ওশেনগেট নামে একটি প্রতিষ্ঠান। তারা ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছে। এই ভিডিওতে অসাধারণ চিত্র ধরা পরেছে, যা ১৯১২ সালে জাহাজটি ডুবে যাওয়ার পর আর দেখা যায়নি। রয় গোলডন নামে একজন ডুবুরি বলেছেন, তিনি কয়েকবার টাইটানিক জাহাজের কাছে গেছেন। কিন্তু এই ভিডিওতে প্রথমবারের মতো জাহাজটির নোঙর কোন কোম্পানি তৈরি করেছিল সেটিরও নাম দেখা গেছে। এর আগে এগুলো কখনো খেয়াল করেননি তিনি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন