যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ি ভাড়া ঊর্ধ্বমুখী রয়েছে। সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত নিউইয়র্কে এ হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রিয়েল এস্টেট খাতের ভাড়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠান জাম্পারের ন্যাশনাল রেন্ট রিপোর্ট অনুসারে, নিউইয়র্কে দুই বেডরুমের ভাড়ার গড় গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এক বেডরুমের ভাড়া বাড়ার হার ৩৯ দশমিক ৯ শতাংশ। জাম্পারের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ে দৃষ্টি মুদি ও গ্যাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে যারা নতুন বাড়ি খুঁজছেন, তারা সবচেয়ে বড় ধাক্কার মুখোমুখি হয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি শহরে বাড়ি ভাড়া দুই অংকের বেড়েছে। বেশ কয়েকটি শহরে ভাড়া বাড়ার হার ৩০ শতাংশ বা তারও বেশি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন