যুক্তরাষ্ট্রে অন্তত ৩১ জন শিশু মাংকি পক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৯ জনই টেক্সাসের শিশু। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৪১৭ জন মাংকি পক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সিডিসি সতর্ক করে দিয়ে বলেছে, মাংকি পক্সে আক্রান্ত হলে আট বছরের কম বয়সী শিশুরা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকছে। টেক্সাসের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ১১টি রাজ্যে মাংকি পক্সে শিশুদের আক্রান্তের খবর পাওয়া গেছে। টেক্সাসে ৯ শিশু আক্রান্ত হয়েছে। সিডিসি এবং ওয়ার্ল্ড হেলথ ওয়াচডগ বলেছে যে, মাংকি পক্স একটি যৌনবাহিত রোগ, এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবিসি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন