শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রহস্যজনক নিউমোনিয়ায় মৃত্যু ৩ আর্জেন্টিনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আর্জেন্টিনায় নিউমোনিয়ার অজানা একটি ধরনে আক্রান্ত হয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির তুকুমান প্রদেশে এখন পর্যন্ত তিন জন মারা গেছে এবং আরো ছয় জন চিকিসাধীন রয়েছে। তুকুমান স্বাস্থ্যমন্ত্রী লুইস মেদিনা বলেছেন, মোট ৯ জন এই রোগে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে আটজনই হাসপাতালের কর্মী। একটি ক্লিনিকের সঙ্গে আক্রান্ত সবার সংশ্লিষ্টতা রয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন রোগী এবং অন্য দুজন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। সর্বশেষ মারা যাওয়া নারীর বয়স ৭০ বছর। ওই নারীই সবার আগে আক্রান্ত হয়েছিলেন। তুকুমানের স্বাস্থ্যমন্ত্রী লুইস মেডিনা বলেছেন, আক্রান্তরা রহস্যময় শ্বাসকষ্টের অসুস্থতায় ভুগছে। গত সোমবার নিউমোনিয়ার অজানা ধরনে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। প্রথম ছয়জন রোগীর ১৮ থেকে ২৩ আগস্টের মধ্যে উপসর্গগুলো দেখা দেয়। মেডিনা গত বুধবার বলেছিলেন, রোগীরা ‘কোভিডের মতো ফুসফুসের প্রদাহ ও ক্ষত সৃষ্টির মতো দ্বিপাক্ষিক নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্র গুরুতরভাবে আক্রান্ত হয়েছে।’ আক্রান্তদের লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি, উচ্চমাত্রার জ্বর, ডায়রিয়া এবং শরীরে ব্যথা। ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন