শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনের সুপার শপে গাঁজার পণ্য বিক্রি শুরু হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩২ পিএম

শীঘ্রই গাঁজা থেকে তৈরি তেল, চকোলেট বল এবং চুইংগাম সহ একাধিক পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ব্রিটেনের বিখ্যাত সুপার শপ ব্রান্ড টেসকো। দেশটিতে ঔষধি গাঁজা থেকে তৈরি পণ্য বিক্রি করার অনুমতি রয়েছে।

সম্প্রতি ব্রিটেনের অন্যতম উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভ হেম্পের সাথে একটি চুক্তিতে সম্মত হওয়ার পরে এ ঘোষনা দিয়েছে সুপারমার্কেট জায়ান্ট টেসকো। লাভ হেম্প ব্র্যান্ডের ছয়টি পণ্য যুক্তরাজ্যের দুই শতাধিক টেসকো স্টোর এবং অনলাইনে ছড়িয়ে দেয়া হবে বলে তারা শুক্রবার জানিয়েছে।

লন্ডন-তালিকাভুক্ত লাভ হেম্প সিবিডি (গাঁজা গাছ থেকে প্রাপ্ত) ব্যবহার করে এমন সব পণ্য উৎপাদন করে যা স্বাস্থ্য-সচেতন ভোক্তারা তেল, ক্যাপসুল এবং ভোজ্য খাবার হিসাবে গ্রহণ করতে পারে।

লাভ হেম্পের প্রধান নির্বাহী টনি ক্যালামিটা বলেছেন, ‘সিবিডিকে যতটা সম্ভব গ্রাহকদের কাছে সহজলভ্য এবং উপলব্ধ করা সবসময়ই আমাদের লক্ষ্য ছিল এবং টেসকোর ভিটামিন সেকশনে আমাদের পণ্যগুলি যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আমাদের পণ্য এবং ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’ সূত্র: সিটিএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন