শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাইডেনসহ পরিবারকে হুমকি ট্রাম্পের সাবেক উপদেষ্টার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কট্টর সমর্থকদেরকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে বৃহস্পতিবার রাতে উল্লেখ করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। তিনি বাইডেন এবং তার পরিবারের প্রতি হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যানন হচ্ছেন ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা এজেন্ডার অন্যতম প্রধান সমর্থক। তিনি ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে জয় পাওয়ার আশা প্রকাশ করে বলেন ‘আমরা আগামী ৮ নভেম্বর এ বক্তব্যের তীব্র, কঠোর এবং জোরালো প্রতিক্রিয়া জানাতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এবং তারপরে আমরা আপনার (বাইডেনের) মস্তিস্ক বিকৃত ছেলেসহ পুরো পরিবারের বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছি এবং আপনি আপনার প্রশাসনে যা করেছেন, সে সব কিছুরও। এরপর আমরা আপনাকে অভিশংসন করতে যাচ্ছি। আমরা আপনাকে অভিশংসন করব এবং আমরা আপনাকে দপ্তর সেখান থেকে সরিয়ে দেব।’ ‘যুদ্ধের রেখা টানা হয়েছে,’ তিনি সে সময়ের কথা স্মরণ করিয়ে দেন যখন তিনি এবং ম্যাট গেটজ ‘৪ হাজার কট্টর সমর্থক’ ব্যবহার করে বাইডেনের কাছ থেকে পরিকল্পনা করেছিলেন, ‘এখানে কোনো আপস নেই। আমরা শুধু এক ইঞ্চিও পিছিয়ে নেই, আমরা এখনো লড়াই শুরু করিনি।’ বোয়িংবোয়িং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন