তাকে কারও চোখেই পড়েনি। দিব্যি জাহাজে চড়ে বিদেশে যেন ঘুরতে গেল একটি কাঠবিড়ালি! ভারত থেকে জাহাজে চড়ে কয়েক হাজার কিমি পেরিয়ে স্কটল্যান্ড পৌঁছে গেল সে। স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে একটি বন্যপ্রাণী হাসপাতালের কর্মীরা ওই কাঠবিড়ালিটিকে উদ্ধার করেছেন। জানা গিয়েছে, জাহাজটিতে কোনও ভাবে উঠে পড়েছিল কাঠবিড়ালিটি। তার পর প্রায় তিন সপ্তাহ ধরে সমুদ্রে সফর করে স্কটল্যান্ডে পৌঁছায় কাঠবিড়ালিটি। এই ঘটনার কথা ফেসবুকে তুলে ধরেছেন অ্যাবারডিনশায়ারের নিউ আর্ক বন্যপ্রাণী হাসপাতাল কর্তৃপক্ষ। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন