মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাজকীয় ক্ষমাপ্রার্থনা নাজিব রাজাকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজকীয় ক্ষমাপ্রার্থনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) নামে পরিচিত রাষ্ট্রীয় তহবিলের কয়েকশ’ কোটি ডলার দুর্নীতির মামলায় তার ১২ বছরের কারাদণ্ড বহাল রাখে। মালয়েশিয়ার সংবিধান অনুসারে, কোনো আইনপ্রণেতার এক বছরের অধিক কারাদণ্ড হলে ১৪ দিনের মধ্যে তিনি রাজকীয় ক্ষমাপ্রার্থনা না করলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। মালয়েশিয়ার সংসদ স্পিকার আজহার আজিজান জানিয়েছেন, ক্ষমাপ্রার্থনার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নাজিব রাজাক আইনপ্রণেতা থাকবেন। প্রার্থনা বাতিল হলে সংসদ সদস্য পদ হারাবেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার রাজাসহ রাজকীয় ক্ষমাপ্রার্থনা বোর্ডের সদস্যরা নাজিবের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত নিতে বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শও নেওয়া হবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন