শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লখনৌতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের লখনৌতে একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি লখনৌর হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে আজ সোমবার সকালে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানালা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এক ভিডিওতেই ধরা পড়েছে হোটেলে আগুন লাগার দৃশ্য। তাতে দেখা যায়, হোটেলের চারিদিক থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লেগেছে। হোটেলের জানালা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের। লখনৌর ওই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে খুব কাছেই সিকান্দার বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুওলজিক্যাল
গার্ডেন। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন