সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনেৎস্ক থেকে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৬ পিএম

রুশ সেনার নেতৃতত্বে যৌথ বাহিনী উগলেদারের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা প্রতিরক্ষা লাইন পরিত্যাগ করে এবং হতাহতের ফেলে রেখেই পালিয়ে যাচ্ছে। সোমবার ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রথম উপমন্ত্রী ড্যানিয়েল বেজসোনভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ান টিভিকে দেয়া সাক্ষাতকারে বেজসোনভ বলেন, ‘ফ্রন্টলাইনে অগ্রগতি রয়েছে; উগলেদার দিকে অগ্রগতি রয়েছে। সেখানে কিছু বসতিতে, শত্রু প্রতিরক্ষা লাইন পরিত্যাগ করছে এবং হতাহতদের রেখে পিছু হটছে,’ তিনি বলেছিলেন।

বেজসোনভ যোগ করেছেন যে যৌথ বাহিনী পারভোমাইসকোয়ের উপকণ্ঠে প্রবেশ করেছে এবং গর্লোভকা দিকে অগ্রসর হয়েছে।

কর্মকর্তার মতে, ফ্রন্টলাইন বর্তমানে স্থির, তবে আর্টিলারি সক্রিয়ভাবে কাজ করছে, যার ফলে শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন