ব্রাজিলের উত্তরাঞ্চলে কয়েক ডজন যাত্রীকে বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও একাধিক নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক বিবৃতিতে ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, দ্রুতগতির ওই নৌকাটি (স্পিডবোট) গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। ডুবে যাওয়া নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে, পাওয়া গেছে ১১টি মৃতদেহ। অনুমান করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে ইমেইল জানিয়েছেন পারার জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী। নৌকাডুবির ঘটনায় রাজ্যের দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন